ফরহাদ আহমেদ,জীবননগর:-চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালাপাড়া গ্রামে যৌতুকের দাবীতে দুই সন্তানের জননী গৃহবধু কোহিনুর খাতুনকে(৩০) পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। জখমী গৃহবধু হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে পিতামাতার বাড়ীতে অবস্থান করছেন। ঘটনাটি সোমবার (১ মার্চ) সন্ধ্যা রাতে সংঘটিত হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় লিখিত ভাবে অভিযোগ করা হয়েছে।
এলাকাবাসী জানান,জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের আব্দুল করিমের মেয়ে কোহিনুর খাতুনের সাথে উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আব্দুল মজিদ মালিতার ছেলে মফিজুল ইসলামের ২০১৬ সালে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে সজল হোসেন(১২) নামের এক ছেলে ও আনিকা(৭) নামের এক মেয়ে রয়েছে। এ অবস্থায় যৌতুকের দাবীতে স্বামী মফিজুল ও তার পরিবার গৃহবধু কোহিনুর খাতুনকে নানা ভাবে অত্যাচার নির্যাতন করে আসছিল। অতি সম্প্রতি তাদের কলহপুর্ণ দাম্পত্য জীবনের বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা মিলে স্বামী মফিজুল ইসলামের পরিবারে গৃহবধু কোহিনুর খাতুনে পাঠায়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই একই ভাবে যৌতুকের এক লাখ টাকা দাবী তুলে অত্যাচার নির্যাতন শুরু করে।
গৃহবধু কোহিনুর খাতুন বলেন,আমার নিকট এক লাখ টাকা যৌতুক দাবী করে আমার স্বামী মফিজুল,ভাসুর হাফিজুল,শ^শুর আব্দুল মজিদ ও শাশুড়ী কদবানু আমাকে নানা ভাবে গালিগালাজ ও অত্যাচার নির্যাতন করে আসছে। আমি বাবা-মায়ের বাড়ী থেকে টাকা নিয়ে যেতে ব্যর্থ হওয়ায় তারা গত রোববার আমাকে মারপিট করে বাড়ীতে আটকে রাখে। পরের দিন সোমবার সন্ধ্যা রাতে আমার দুই শিশু সন্তানের সামনে আমাকে ঘরের ভিতরে আটকিয়ে মারপিট করে নাক মুখ দিয়ে রক্ত বের করে দেয়। আমার স্বামী একজন মাদকাসক্ত ও জল্লাদ প্রকৃতির। তার সামনে কেউ কথা বলতে সাহস পায় না। এক পর্যায়ে আমি পালিয়ে প্রতিবেশীদের বাড়ীর ছাগলের ঘরে লুকিয়ে মোবাইল ফোনে বাবা-মায়ের বাড়ীতে খবর দিলে তারা এলাকার গন্যমান্য ও মেম্বার ডেকে নিয়ে সেখান থেকে আমাকে উদ্ধার করেন। আমি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর আমি জীবননগর থানায় একটি মামলা দিয়েছি।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মিনারুল ইসলাম বলেন,কোহিনুর খাতুনের স্বামী মফিজুল একজন অত্যন্ত খারাপ প্রকৃতির মানুষ। তার স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতনের ঘটনা আমরা ইতিপুর্বে মীমাংসা করে দিয়েছি। কিন্তু সে বার বারই একই ঘটনা ঘটিয়ে আসছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পওয়া গেছে। ঘটনার বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

