ফরহাদ আহমেদ,জীবননগর(চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার করিমপুরে বাড়ীর ভিতর দিয়ে যাতায়াতের রাস্তা
না দেয়ায় প্রতিপক্ষদের তান্ডবে পিতাপুত্রসহ পরিবারের নারী সদস্যরা আহত
হয়েছেন। ঘটনাটি সোমবার সকালে সংঘটিত হয়েছে। আহত গৃহকর্তাকে জীবননগর
হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের করিমপুর গ্রামের মসজিদপাড়ার ইসমাইল
হোসেনের ছেলে সোহেল রানা বলেন,আমাদের বাড়ীর ভিতর দিয়ে এলাকার কিছু মানুষ
মাঠে যাতায়াত করত। কিন্তু বর্তমানে সে অবস্থা না থাকায় আমরা রাস্তাটি
বন্ধ করে দিই। এ ঘটনায় শনিবার সকাল নয়টার দিকে হাসাদহ মাঝপাড়ার আলী
হোসেনের ছেলে তারিক,বকুল হোসেনের ছেলে মিলন ও মুজিবুরের ছেলে শফি তাদের
লোকজন নিয়ে আমাদের বাড়ীতে হঠাৎ প্রবেশ করে আমাদের ওপর হামলা চালিয়ে
ভাংচুর করে। তারা আমার ও বাবার ওপর হামলা চালিয়ে মারাত্মক ভাবে আহত করে।
তারা আমাদের বাড়ী ঘরে প্রবেশ করে ঘরে থাকা মালামাল তছনছ করে এবং ৫০ হাজার
টাকা লুট করে নিয়ে যায়। আমাদের প্রতিবেশীরা তাদের ঠেকাতে গেলে তারা
প্রতিবেশীদের ওপরও হামলা চালায়। তাদের তান্ডবে আমরা প্রতিবেশীরা আতঙ্কি
হয়ে পড়ে। তারা প্রায় আধা ঘন্টা ধরে আমাদের বাড়ীতে তান্ডব চালায়। তারা চলে
যাওয়ার পর আমার বাবাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করি।
হাসাদহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য আব্দুল গনি বলেন,ঘটনার কথা
শুনেছি। তবে তারিকের নেতৃত্বে যে হামলা করা হয়েছে তা এক ধরনের বর্বরতা।
এক গ্রাম থেকে গিয়ে আরেক গ্রামে হামলার ঘটনা চরম অপরাধ।
জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) স্বপন কুমার দাস বলেন,ঘটনার
ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি
ব্যবস্থা গ্রহন করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *