ফরহাদ আহমেদ,জীবননগর(চুয়াডাঙ্গা) : জীবননগর থানার চৌকস পুলিশ অফিসার সাব-ইন্সপেক্টর ওসমান গনি ও উপ-সহকারী পুলিশ পরিদর্শক ইমামুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাতে উপজেলার মনোহরপুর-ধোপাখালী সড়কের পাখির চড়া নামক স্থানে রাস্তার ওপর অভিযান শুরু করেন। এ সময় পুলিশ শমসের আলী(৪০) নামবে এক মাদক ব্যবসায়ীকে এক কেজি গাঁজাসহ রাত সাড়ে নয়টার দিকে গ্রেফতার করেন। শমসের আলী উপজেলার ধোপাখালী পশ্চিমপাড়ার গ্রামের আক্কাস আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্র জানান,শমসের আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে অত্যন্ত কৌশলে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। তার খপ্পরে পড়ে এলাকার অনেক উঠতি বয়সের যুবসমাজ মাদকে বুদ হয়ে বিপদগামী হচ্ছিল। আবার অনেক যুবক তার সাথে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
দারগা ইমামুল ইসলাম বলেন,শমসের আলী এক কেজি গাঁজা নিয়ে ঘটনাস্থলের রাস্তা দিয়ে যাওয়ার ঘটনা আমাদের কাছে আসার পর আমরা তাকে গ্রেফতার করতে তৎপর হয়ে তাকে ঘটনাস্থলে গ্রেফতার করি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত উভয়ই অপরাধী। কাউকেই ছাড় হবে না। মাদকের ব্যাপারে সাড়াসি অভিযান শুরু করেছি। মাদক নির্মুল করতে যত কঠিন হওয়া দরকার,পুলিশ তা হবে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শমসের আলীকে আদালতে সোপর্দ করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *