ফরহাদ আহমেদ,জীবননগর(চুয়াডাঙ্গা) :চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের হাসপাতাল এলাকার বেশ কয়েকটি দোকান ঘরে অজ্ঞাত দুর্বৃত্তরা শুক্রবার দিবাগত রাতে হানা দেয়। এ সময় তারা একটি দোকান ঘর থেকে নগদ ২৫ হাজার টাকা চুরি করলেও অন্য দোকান ঘরে প্রবেশ করতে ব্যর্থ হয় চোর চক্রটি। একই দিন রাতে উপজেলার হাসাদহ পুলিশ ফাঁড়ির ৫০০ গজ দুরে একটি আড়তে দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর উপজেলা শহরের হাসপাতাল সুপার মার্কেটের রাকিব ফাস্ট ফুড অ্যান্ড স্টেশনারিজের সত্বাধিকারি রাকিবুল হাসান বলেন,আমার ব্যবসা প্রতিষ্ঠানটি প্রতিদিনের মত শুক্রবার রাত দশটার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। পরের দিন সকালে দোকানে ফিরে দেখি দোকানের সাটারের দু’দিকের তালা দেয়া ঠিক থাকলেও মাঝখানে বাঁকানো। দোকান খুলে দেখি ক্যাশ টেবিলের ড্রয়ারের তালা ভেঙ্গে ড্রয়ারে থাকা ২৫ হাজার টাকা দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে। শুধু আমার দোকানই নয় পার্শ্ববর্তী একটি ফার্মেসীতে দুর্বৃত্তরা হানা দিয়ে ব্যর্খ হয়।
এদিকে উপজেলার হাসাদহ হাইস্কুল সংলগ্ন একটি আড়ত থেকে দেড় লক্ষ টাকার পাট ও খেজুর গুড় চুরির ঘটনা ঘটেছে।
আড়ত ব্যবসায়ী মশিয়ার রহমান বলেন, আমি শুক্রবার সন্ধ্যার দিকে আড়ত ঘরটি বন্ধ করে পিঁছনে বাসায় চলে যাই।পরের দিন সকাল সাড়ে আটটার দিকে আড়তে গিয়ে দেখি দরজার তালা ভাঙ্গা। আড়তের ভিতরে গিয়ে দেখি যে,৩০ মণ গুটি পাট,২০ মণ ধলি পাট এবং, ৪ মণ খেজুর গুড় চুরি হয়ে গেছে। কোন অজ্ঞাত দুর্বৃত্তরা রাতে উক্ত মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের বর্তমান বাজার মুল্য দেড় লাখ টাকা। আমার আড়ত থেকে হাসাদহ পুলিশ ফাঁড়ির দুরত্ব মাত্র ৫০০ গজ। বাজারে পাহারাদার থাকা সত্বেও চুরির ঘটনা ঘটে গেল।
এদিকে পুলিশ ক্যাম্পের অদুরে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় হাসাদহ বাজারের ব্যবসাীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন , চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। চোরদের ব্যাপারে পুলিশি অনুসন্ধান চলছে। চোরদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *