সমাজের আলো : বিএনপি চেয়ারপারসন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এই দাবিতে আগামীকাল সারা দেশে গণঅনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামী ২০শে নভেম্বর সারা দেশে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করতে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। ঢাকায় আমরা যদি ভালো কোনো ভেন্যু না পাই তাহলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হবে।
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেয়া অমানবিক দাবি করে ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। অনতিবিলম্বে খালেদা জিয়ার জীবন রক্ষায় তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার ব্যবস্থা করা হোক।
তিনি বলেন, প্রায় সাড়ে তিন বছর খালেদা জিয়া কারারুদ্ধ।

