সমাজের আলো : সুনীল অর্থনীতি কর্মপরিকল্পনা বাস্তবায়নে উপকূলীয় ও সামুদ্রিক জীববৈচিত্র এবং প্রতিবেশ সমীক্ষা-শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরার শ্যামনগরে।পরিবেশ অধিদপ্তর এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের উদ্যোগে বুধবার বেলা সাড়ে দশটায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারীর সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে ঐ সভা অনুষ্ঠিত হয়।সভায় পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক সাইফুর রহমান খান প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেয়। এসময় টিম লিডার ও ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এম নিযামুল নাসের, ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. সগীর আহমেদ সুনীল অর্থনীতি কর্মপরিকল্পনা বাস্তবায়নে উপকূলীয় ও সামুদ্রিক জীববৈচিত্র এবং প্রতিবেশ বিষয়ে বিশেষ বক্তব্য রাখেন।এর আগে সুনীল অর্থনীতি ও জীববৈচিত্র রক্ষার গুরুত্ব তুলে ধরে বিশদ আলোচনা করেন প্রকল্প পরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক মো: মাহাবুব আলম। দুর্জয় রাহা অন্তুর সঞ্চলনায় সভায় সরকারি কর্মকর্তা, বনবিভাগ, জনপ্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বক্তব্য রাখেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *