সমাজের আলো : জীবিত ব্যক্তিকে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দেখিয়ে চট্টগ্রামে জয়নাল নামের এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলার চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছিল। ‘নামে নামে জমে টানে’ বহুল প্রচলিত এই প্রবাদ থেকে নিজের মতো সুবিধা আদায়ের চেষ্টা করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর চন্দ্র রায়। তবে বিধিবাম। সিএমপির তদন্ত কমিটি তদন্ত কর্মকর্তার এই অপকর্মের সত্যতা পাওয়ায় এরই মধ্যে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রস্তুতি চলছে বিভাগীয় মামলা দায়েরের। দু-একদিনের মধ্যেই সিএমপি কমিশনারের তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। এ বিষয়ে জানতে চাইলে সিএমপির নবনিযুক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘বায়েজিদ থানার ঘটনার দায়ভার পুরো ইউনিট নেবে না। এ গাফিলতিতে যার ওপর দায় বর্তাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে ওই মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ’ জানা গেছে, ২০১৮ সালে বায়েজিদ থানার রৌফবাদ এলাকার বাসিন্দা শাহ আলম ও তার নাতি নিরবের ওপর হামলা চালায় মোহাম্মদ জয়নাল ও নাসিমসহ কয়েকজন। এ ঘটনায় হত্যা প্রচেষ্টার অভিযোগে সাতজনকে আসামি করে মামলা করেন শাহ আলম।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *