সমাজের আলো: বাড়ি বাড়ি জ্বর হানা দিচেছ ।সারা জেলায় জ্বরে আক্রান্ত হয়েছেন বহু মানুষ। জ্বরে আক্রান্ত কয়েক জনের সঙ্গে কথা বলে জানাগেছে।গায়ে প্রচন্ড তাপ।সাথে কাশি দেখা দিচেছ।সারা শরীরে ব্যাথা অনুভব হচেছ।শরীরে শক্তি পাওয়া যাচেছ না। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসের মেডিকেল অফিসার জয়ন্ত সরকার জানান , এ ধরনের লক্ষন করোনার উপসর্গ। সাধারণ মানুষ সচেতন নয়।মাস্ক ব্যাবহার করছে না।
