সমাজের আলো ঃ প্রচলিত আইনী সেবা ছাড়াও যেকোন ব্যতিক্রমী জনকল্যাণ মূলক কার্যক্রমের ক্ষেত্রে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগ ও উদ্যোমের প্রশংসা সাতক্ষীরার গন্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে সমগ্র বাংলাদেশ জুড়ে। লিগ্যাল এইড অফিসে আসা গরিব বিচারপ্রার্থীদের যাতায়াত ও দুপুরের খাবারের খরচ প্রদান, বিচারপ্রার্থীদের মাঝে প্রোটিন বিস্কুট প্রদান, নারী বিচারপ্রার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন এর ব্যবস্থা এর সাথে এই শীতে জেলা লিগ্যাল এইড কমিটি, সাতক্ষীরা নতুন উদ্যোগ গ্রহণ করেছে। গরিব শীতার্ত বিচারপ্রার্থীদের মাঝে কমিটির মাননীয় চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমান মহোদয় কম্বল বিতরণ করেন, যা সম্পূর্ণ ব্যতিক্রমী মানবিক উদ্যোগ। স্টকে থাকা সাপেক্ষে পুরো শীত ব্যাপী চলছে এই বিতরণ কার্যক্রম। বিচারে প্রবেশাধিকারের সুযোগের সাথে এই তীব্র শীতে একটু উষ্ণতার ছোঁয়া পেয়ে হাসি ফুটে উঠে হতদরিদ্র এইসব বিচারপ্রার্থীদের মুখে।

