সমাজের আলো: বগুড়ার ধুনট উপজেলায় মাদক সেবন করে একটি বাড়িতে জোর করে ঢোকার সময় এক যুবলীগ নেতাকে আটক করেন স্থানীয় জনতা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। আজ বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতার নাম সুলতান মাহমুদ ওরফে সুজন (২৭)। তিনি উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার পশ্চিম গুয়াডহরী গ্রামের বাসিন্দা। এ সম্পর্কে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন বলেন, সুলতান মাহমুদকে মাদক সেবনের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে গোসাইবাড়ি সাতমাথা এলাকায় জনতার হাত থেকে তাঁকে উদ্ধার করে থানায় আনা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে সুলতান মাহমুদ গোসাইবাড়ি সাতমাথা এলাকায় এক স্কুলছাত্রীর বাড়িতে মাতাল অবস্থায় জোর করে ঢোকার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে বাধা দেয়। এতে তিনি মাতাল অবস্থায় গালিগালাজ করতে থাকেন। স্থানীয় লোকজন তাঁকে আটক করে রাখেন। খবর পেয়ে থানা-পুলিশ সেখান থেকে সুলতানকে উদ্ধার করে নিয়ে যায় ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *