সমাজের আলো: বিলে মাছ ধরতে নেমেছিলেন এক তরুণ। হাতড়ে পান একটি কই মাছ। সেটি না রাখতেই পায়ের তলায় পান আরেকটি মাছ। এখন কী করেন? তড়িঘড়ি করে প্রথমটি মুখে কামড় দিয়ে ধরে দ্বিতীয় মাছটি ধরতে যান তরুণ। তখনই ঘটে বিপত্তি। মুখের কইটি ঢুকে যায় গলায়।

রবিবার | ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | হেমন্তকাল