সমাজের আলোঃ ১৬০০ শ টাকা করে  পরিবার প্রতি  নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বে সরকারি সংস্থা কারিতাস  শনিবার  সকাল সাড়ে ৯টায়  ১নং  কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের   গরিব পরিবারের মধ্যে এ সহায়তা প্রদান করেন। ১৬ টি  হতদরিদ্রদের পরিবারের মাঝে প্রত্যেকে ১৬০০( এক হাজার ছয়শত) টাকা দেওয়া হয়েছে। নগদ  অর্থ বিতরণের সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১ নং জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান শামছুউদ্দীন আল মাসুদ বাবু। আরো উপস্থিত ছিলেন কলারোয়া কারিতাস অফিসের কর্মকর্তা,কর্মচারীসহ প্রমুখ। হতদরিদ্র এই মানুষ গুলো করোনার মত মহামারি ও আম্ফান ঝড়ের পরে নগত অর্থ পেয়ে তারা  খুশি। তারা বলেন আমরা আসলে বর্তমান কষ্টের মধ্যে আছি। কারিতাস এনজিও জন্য তারা আর্শিবাদ করেন, সেই সাথে চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *