পলাশ কর্মকার, পাইকগাছা খুলনা : খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের কলনা আমিনিয়া ফজিল (ডিগ্রি) মাদ্রাসার মাঠে ২৩ আগস্ট (বুধবার) জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছিলেন খুলনা ছয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

ভিডিওতে দেখা যায়, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বক্তৃতা করছেন। তিনি বলছেন- আওয়ামী লীগ হচ্ছে গণমানুষের দল, এখানে কর্মীদের উচ্ছ্বাস থাকবে, কর্মীরা শ্লোগান দিয়ে এগিয়ে আসবে। শ্লোগান হচ্ছে এই দলের প্রাণ। তাৎক্ষনিক কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসীন রেজা দাঁড়িয়ে সংসদ সদস্যের দিকে হাতের ইশারা করে বলে ওঠেন, এখানে উস্কানী দিবেন না, উস্কানিমূলক বক্তৃতা দিলে হবেনা। আপনি আর দলের ১২টা বাজাবেন না। অনেক করেছন। আমরা কিন্তু এতোদিন কোনো কথা বলিনি, আপনি উস্কানি দিবেন না। এর আগে ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলার স্লোগান দিলে তাদের উপরে চড়া হন এবং স্লোগান দিতে নিষেধ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মহসিন রেজা।
জানা যায় ওই এলাকায় বাড়ী রয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মহসীন রেজার। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমন ব্যবহারে হতবাক আওয়ামী লীগের নেতাকর্মীসহ এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহসিন রেজা বলেন, কিছু লোকজন আছে তারা সব নেতাদের বক্তব্যের সময় স্লোগান দেয় না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *