সমাজের আলো: গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের উত্তর পাথরঘাটা এলাকায়। নিহত যুবকের নাম কালাম হোসেন (২৫) ।নএক ব্ গাছের ডালের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় খবর পেয়ে লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। নিহত কালাম হোসেন ঝিকরগাছা উপজেলার কৃঞ্চনগর এলাকার শাহ্ফুউদ্দীনের ছেলে। স্থানীয়রা ও স্ত্রী নুরজাহান জানান, তিন দিন আগে পাথরঘাটায় ফুপার বাড়িতে বেড়াতে আসে কালাম ও তার স্ত্রী নুরজাহান। একপর্যায়ে গতকাল বিকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাতে কালাম দাওয়াত খাওয়ার কথা বলে তার পোশাকসহ ব্যাগ নিয়ে ফুপা শাশুড়ীর বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত ১১টার সময় পাশের বাড়ীর এক মহিলা ঘর থেকে বাহির হওয়ায় পার্শ্বে পথে থাকা একটি গাম্বুল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখে পায়। পরে স্থানীয়রা ও গ্রাম পুলিশ থানায় খবর দেয়।
