সমাজের আলো : নিজের ট্রাক চাপায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে রবিবার দুপুরে।নিহতের নাম মোজাম হোসেন।বাড়ি সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের দক্ষীন মাথায়।নিহত মোজাম হোসেনের ছেলে সাংবাদিক সবুজ হোসেন জানান, তার পিতা তাদের ট্রাকের কাজ করছিল। এ সময় জগলিবার খুলে তার পিতা চাপা পড়ে। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে যশোর জেলার ঝিকরগাছায় পৌছালে বিকালে মারাযান।

