সমাজের আলো : সদর উপজেলার ঝাউডাঙ্গায় ৫ কেজি গাঁজাসহ নব নির্বাচিত ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আজাদসহ ৩ জন পুলিশের হাতে আটক হয়েছে।বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামে সদর থানার এস আই জিয়া ,এএসআই মোস্তফাসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড় মাপের মাদক ব্যবসায়ী বর্তমান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আজাদ হোসেন, বাপ্পি হোসেন ও মতি’কে আটক করে।মাদকসহ আটক হওয়া মতি’র দেওয়া তথ্যমতে জানা যায়,এ ঘটনার মূল হোতা ইউপি সদস্য আজাদ ও তার জামাই রানা।তার জামাই রানা কয়েকটি হত্যা,চাঁদাবাজি ও মাদক মামলার আসামী।সে বৃহস্পতিবার ভোররাতে হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালিয়েছে।এ বিষয়ে সদর থানার ওসি গোলাম কবির জানান,৫ কেজি গাঁজাসহ প্যানেল চেয়ারম্যান আজাদসহ ৩ জনকে আটক করা হয়েছে।বাকি এক মাদক ব্যবসায়ী রানা হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালিয়েছে।তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।আটককৃত ৩ জনের বিরুদ্ধে আইনে মামলা করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *