সমাজের আলো : সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের একমাত্র ব্যস্ততম সড়কের উপর ধান হাট ও অবৈধভাবে গাড়ী পার্কিং করায় জনদুর্ভোগ চরমে। এ ব্যস্ততম সড়কের উপর ধান ক্রয়-বিক্রয় করছে ধান ব্যবসায়ীরা। ফলে প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা যানজটের সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে ও দুর্ঘটনা। সরেজমিনে দেখা যায়, সাতহ্মীরা জেলার ভিতরে বড় ধান হাট ও ঝাউডাঙ্গা বাজার একটি বাণিজ্যিক এলাকা হওয়ায় এখানে অনেক দূর-দূরান্ত থেকে ধান ক্রয়-বিক্রয় করার জন্য ধান ব্যবসায়ীরা আসে। ফলে যশোর-সাতক্ষীরা মহাসড়কের উপর ধান হাট ও যত্রতত্র গাড়ী পার্কিং করায় যানযটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ঝাউডাঙ্গা বাজারে সপ্তাহে শুক্রবার ও সোমবার হাট হওয়ায় বেশি যানযটের হয়। বিশেষ করে রাস্তা উপর ট্রাক পাকিং, অপরিকল্পিতভাবে ধান বোঝায় ভ্যান, বিল্ডিং নির্মানের ইট, খোয়া, কাট ব্যাবসায়ীদের কাট, রাস্তার পার্শ্বে অবৈধ বালু ব্যবসায়ীর বালু রাখার কারনে যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা। পথচারী সোহাগ হোসেন বলেন আগে ঝাউডাঙ্গা তেল পাম্প থেকে বাজারে আসতে সময় লাগতো ১০-১৫ মিনিট কিন্তুু এখন সময় লাগে প্রায় ১ ঘন্টা। নাম প্রকাশে অনিচ্ছুক এক পথচারী তিনি বলেন সাতক্ষীরা-যশোর মহাসড়কের দুধারে ব্যাবসায়ীরা তাদের মালামাল প্রর্দশনীর জন্য রাস্তার পার্শ্বে রেখে বিক্রয় করে, এতে জানজটের সৃষ্টি হয়। এছাড়া ঝাউডাঙ্গা বাজারের বাসস্ট্যান্ড রাস্তার পার্শ্বে অবৈধ দোকান, ইজিবাইক, মহেন্দ্র পাকিং করার ফলে জানজটের সৃষ্টি হয়। প্রধান সড়কের উপর ধান ক্রয়-বিক্রয় ও যত্রতত্র গাড়ী পার্কিং বন্ধের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন পথচারীও এলাকাবাসী।

