এস. এম. আবু রায়হানঃ সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দু দু বার নির্বাচিত সাবেক মেম্বার আতাউল হক ইন্তেকাল করেছেন( ইন্না… রাজিউন)। শনিবার (২৮ নভেম্বর) রাত ২ টা ১৫ মিনিটে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। জানা যায়, গত রাতে তিনি রাতে স্বাভাবিক ভাবে খাওয়া দাওয়া করে ঘুমাতে যান এর পর রাতে হঠাৎ প্রচন্ড বুকে ব্যাথা শুরু হয়। ঐ রাতে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি তার স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

