সমাজের অলো : সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৫দিন পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন রফিকুল ইসলাম (৪৫)। তিনি সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের মো: ওমর আলীর পুত্র। এলাকাবাসীসহ একাধিক সূত্রে জানা যায়, গত ৬ মার্চ দুপুর সাড়ে ১২টার সময় সাতক্ষীরা-যশোর সড়কের সদর উপজেলার তুজলপুর মোড়ের নিকট রফিকুল দাঁড়িয়ে ছিলেন। ঐ সময় মোটরসাইকেল আরোহী কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের আব্দুস সবুরের পুত্র মেহেদী নেওয়াজ সোহাগ তাকে সাজোরে ধাক্কা দেয়। এতে রফিকুল ইসলাম ও মোটরসাইকেল আরোহী মেহেদী নেওয়াজ সোহাগও মারাত্মকভাবে আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ আহত রফিকুল ও মেহেদী নেওয়াজ সোহাগকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। তাদের অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রফিকুলের অবস্থা আশংকাজনক থাকায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আইসিইউতে ভর্তি থাকা অবস্থায় গত বুধবার (১০ মার্চ) রাত ১২টার দিকে রফিকুল ইসলামের মৃত্যু হয়।

