ঝাউডাঙ্গা ইউনিয়নের দক্ষিন পাথরঘাটা গ্রামে ১রাতে ৩টি ঘেরে দুঃসাহসিক চুরি হয়েছে।গতকাল রাতে এ ঘটনা
দক্ষিন পাথরঘাটার ঘের ব্যবসায়ী মিজানুর রহমান জানান গত কাল রাতে আনুমানিক ১১টার দিকে সঙ্ঘবদ্ধ চোরের দল মাঠে ঘুরতে থাকে টঙঘরে শুয়ে থাকা অনিল গোসায়এর কাছে জিগাসা করে আপনার ঘেরে মেশিন আছে নাকি, ? এর পরে তারা মিজানের মেসিনের পাম্প টিউকল রেন্জ নিয়ে যায় পরের ঘের আব্দুল কালামের ঘের থেকেও একই পরিমান জিনিস নিয়ে যায় তার সামনে থাকা চিরনজিৎ ঘোষ এর এর ঘেরের টঙ এ থাকা সমস্ত প্রকার মাঠের কাজে ব্যবহৃত যন্ত্রাংশ নিয়ে চম্পট দ্যাই, রমজানের ঈদ কে সামনে রেখে হঠ্যাৎ করে চোরদের উপদ্রব বেড়ে যাওয়ায় উৎকন্ঠা প্রকাশ করেছে মৎস ঘের ব্যবসায়ীরা,।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *