সমাজের আলো: ঝাউডাঙ্গা বাজারে একের পর এক সরকারি খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণ করছে ।ভুমি অফিসের সামনে দখল করা হলেও ভূমি কর্মকর্তা চোখে দেখছে না ।নদীর জমি দখল করে রাতে ঘর নির্মাণ করা হচেছ।সংস্কারের নামে পাকা ঘর নির্মাণ করা হচেছ।একের পর এক সরকারি জমি দখল হলেও রহস্যজনক ভাবে সকলে চুপ রয়েছে।ঝাউডাঙ্গা বাজারে টয়লেট ও প্রস্রাব সারার যায়গা।জেলা প্রশাসক দখলের ঘটনায় কড়া পদক্ষেপ নিচেছন।কিন্তু ঝাউডাঙ্গা ইউনিয়নের ভূমি কর্মকর্তা ভিন্ন পথে চলছে।অফিস বন্ধের সুযোগে রাতারাতি দখল করা হচেছ সরাসরি জমি। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানিয়েছেন দখলকারিদের বিরুদ্ধে মামলা করা হবে।

