সমাজের আলো: ঝাউডাঙ্গা বাজারে সড়কের উপর ধান হাট বসানো হয়েছে। ব্যাস্ততম সড়কের উপর ধান কিটছেন কেনা বেচার কারনে ঘন্টার পর ঘন্টা যানজটের সৃষ্টি হচেছ।প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সারা দেশের মধ্যে ঝাউডাঙ্গা বাজারে প্রতিদিন ধান কেনা বেচা হয় ।বিভিন্ন এলাকা থেকে ট্রলি ,নছিমন ও করিমন ভরে ধান নিয়ে আসা হয়। ঝাউডাঙ্গা বাজারে আলাদা কোন ধান বিক্রি জায়গা নেই।ধান বিক্রি হচেছ প্রধান সড়কের উপর। রাস্তার উপর ধান বিক্রি বন্ধের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
Yeorab Hossain


