সমাজের আলো।। বস ও তার বাহিনীর সদস্যরা মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষককে বাঁচাতে ও মামলা থেকে থেকে রক্ষা করতে এ টাকা নিয়েছে। ঘটনার পর থেকে নব মুসলিম মাসুদুর তৎপর হয়ে উঠে । দ্রুত জামিনে নিয়ে আসবে বলে ধর্ষককে পুলিশে দেয়। বস কোন দলের সমর্থক? আগে কোথায় বাড়ি ছিল? ধর্ম পরিবর্তনের আগে কি নাম ছিল তার? আগের স্ত্রী কি ধর্ম ত্যাগ করেছে? আগের পক্ষের কটা সন্তান রয়েছে? এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছ ঝাউডাঙ্গা বাজারে সাধারন মানুষের মধ্যে। ধর্ষককে বাঁচাতে ব্যর্থ হয়েছে বস ও তার বাহিনী। বাহিনীতে রয়েছে মাদকসেবী ও মাদক ব্যবসায়ী ।
