ঝিকরগাছা প্রতিনিধি : বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতা’র জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে যশোরের ঝিকরগাছা উপজেলার প্রশিক্ষত যুব ও যুব মহিলা এবং যুব সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। ঝিকরগাছা উপজেলা যুব উন্নয়ন অফিসারের উদ্যোগে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ ক্যাম্পাসে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ের সামনে দুই শতাধিক ফলজ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তপন্বেশর রায়, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, স্বেচ্ছাসেবী সংগঠন পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, হস্তশিল্প প্রশিক্ষক শাহানাজ পারভীন নিশু, শিক্ষক শান্তা ইসলাম, তরুণ উদ্যোক্তা মোঃ ইকবাল হোসাইন প্রমুখ।

