সমাজের আলো : সাতক্ষীরায় আরো ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় নমুনা পরীক্ষা করা হয় ১৮৬ জনের। বুধবার রাত সাড়ে ৮ টার সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।গত ২৪ ঘন্টায় মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৩জনের মৃত্যু হয়েছে। এছাড়া বুশরা ক্লিনিকে ১জন। মঙ্গলবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও ৬টি ক্লিনিকে ৩৩৪জন করোনা রোগি চিকিৎসাধীন ছিল।

