সমাজের আলো : পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ইতিমধ্যেই টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। দীর্ঘ ৮ বছর পর ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টাইগারদের সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি। কিউইদের বিপক্ষে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে জয় পায়নি বাংলাদেশ। এর আগে দশবারের দেখায় প্রতিবারই পরাজয় হয়েছে সঙ্গী।সবশেষ সিরিজে অস্ট্রেলিয়ার কঠিন বায়ো-বাবল নীতির কারণে মুশফিকুর রহীমকে পায়নি বাংলাদেশ। অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না ওপেনার লিটন দাসও। দুজনই আজ দলে ঢুকেছেন।প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর পরিকল্পনা অনুযায়ী প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচে উইকেট কিপিংয়ের দায়িত্বে থাকবেন নুরুল হাসান সোহান।
