সমাজের আলো : সরকারি টাকা আত্মসাতের অভিযোগে ফরিদপুর সদরপুর উপজেলার ৩৩নং ডিক্রীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, হাবিবুর রহমানের পিতা আব্দুস সামাদ মিয়া সদরপুর উপজেলার ৩৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। পিতার মৃত্যুর পর হাবিবুর রহমান সেই স্কুলে চাকরি পান। পরবর্তীতে তিনি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হাবিবুর রহমানের পিতার মৃত্যুর পর তার মা রোকেয়া বেগম পেনশনের টাকা উত্তোলন করতেন। রোকেয়া বেগম ২০১৫ সালের ১ জানুয়ারি মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুর পর তার নামে ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের মে পর্যন্ত হাবিবুর রহমান ৩ লাখ ৬৫ হাজার ২৭৬ টাকা অবৈধভাবে উত্তোলন করেন।

এ নিয়ে স্থানীয় জনৈক মো. নুরুল ইসলাম ফরিদপুর জেলা প্রশাসকসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটি অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগ জানাজানি হলে চাকরি বাঁচাতে ২০২০ সালের ১১ জানুয়ারি উত্তোলনকৃত ৩ লাখ ৬৫ হাজার ২৭৬ টাকা সোনালী ব্যাংক সদরপুর শাখায় ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেন। কিন্তু প্রাথমিক শিক্ষা অফিস থেকে তদন্তে হাবিবুর রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা পাওয়া যায়। অবৈধভাবে পিতার পেনশন হিসেব উত্তোলন এবং সংক্রান্ত তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমাল- ২০১৮ এর বিধি ৩ এর অনুচ্ছেদ (খ) ও (ঘ) মোতাবেক ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতির’ দায়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *