সমাজের আলো : জেলার কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নে বয়স্ক-বিধবা ভাতার কার্ড তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা বলছেন, টাকা না দিলে বয়স্ক ভাতার কার্ড মেলে না। এমনকি টাকার বিনিময়ে স্বামী জীবিত থাকা অবস্থায় কয়েকজন নারীর নামে বিধবা ভাতার কার্ডও করে দেওয়া হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা সমাজসেবা দফতরের ইউনিয়ন সমাজকর্মী হারুনর রশিদ ও ইউনিয়ন পরিষদের সদস্য সুজল ঠাকুর অনৈতিক সুবিধার বিনিময়ে নির্ধারিত বয়স না হলেও বয়স্ক ভাতার কার্ড তৈরি করে দিয়েছেন। এমনকি স্বামী জীবিত থাকার পরও কয়েকজন নারীকে বিধবা ভাতার কার্ড করে দেওয়া হয়েছে। ২০ হাজার থেকে ২৫ হাজার টাকার বিনিময়ে সচ্ছল পরিবারের মাঝে এসব কার্ড বিতরণ করা হয়। ফলে এলাকার প্রকৃত হতদরিদ্র মানুষ প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলার মহাজন উত্তরপাড়া গ্রামের মো. আলী মাহামুদ বলেন, ‘গত ৪ বছর ধরে মেম্বার-চেয়ারম্যানদের হাতে-পায়ে ধরেও বয়স্ক ভাতার কার্ড করতে পারিনি। পরে মহিলা মেম্বার শাহীনা আক্তার ঝর্ণাকে ১০ হাজার টাকা দিয়ে ভাতার কার্ড করেছি।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *