সমাজের আলো : নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক সফর আলী ভুঁইয়া আর নেই। টিকা নেওয়ার পরেও তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। গত মঙ্গলবার শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে নানান স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। সফর আলী ভুঁইয়ার মেয়ের জামাতা আলী হোসেন শিশির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টায় ভগীরথপুর লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

