সমাজের আলো : শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো ৭ নম্বরে ।র‌্যাংকিংয়ের ১০ নম্বরে থেকে জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও আফগানিস্তানকে হটিয়ে ৭ নম্বরে উঠে যায় বাংলাদেশ।এছাড়া এই সিরিজে যদি টাইগাররা নিউজিল্যান্ডের দলটিকে ৫-০ ব্যবধানে হারাতে পারে তাহলে ২৪৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর পজিশনে উঠে যাবে। সেই সঙ্গে টাইগাররা টপকে যাবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে।বাংলাদেশ যদি সিরিজে ৪-১ ব্যবধানে জয় পায় তাহলে ২৪৫ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের ষষ্ঠ পজিশনে উঠে যাবে। সেই সঙ্গে টপকে যাবে অস্ট্রেলিয়ার মতো বিশ্ব চ্যাম্পিয়নদের।সিরিজে ৩-২ ব্যবধানে জয় পেলেও বাংলাদেশ ১০ম পজিশন থেকে ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ পজিশনে উঠে যাবে।এদিকে বুধবার (১ সেপ্টেম্বর) পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৬০ রানে গুটিয়ে যায় টম লাথামের দল। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ২ উইকেট হারিয়ে হোঁচট খেলেও লক্ষ্যচ্যুত হয়নি টাইগার বাহিনী। মুশফিক-মাহমুদউল্লাহর ব্যাটে ভর করে ৩০ বল বাকি থাকতেই ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয় টিম টাইগার্স। আর এর মধ্য দিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল মাহমুদউল্লাহর দল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *