তালা প্রতিনিধি : বুধবার (২৮ এপ্রিল) ‘টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও আমাদের ভাবনা’ শীর্ষক অনলাইন টকশো অনুষ্ঠিত হয়েছে। টেকসই বর্জ্য ব্যাবস্থাপনা সামাজিক উদ্যোগ আয়োজনে এবং উত্তরণ ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় অনুষ্ঠিত টকশোতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ দিলারা বেগম সাতক্ষীরা পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মোঃ ইদ্রিস আলী ও সাতক্ষীরার প্রথম আলো বন্ধু সভার সভাপতি মরিয়াম কেয়া। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ্যকটিভ সিটিজেনস প্রতিনিধি তামান্না তানজীম। উল্লেখ্য, একটিভ সিটিজেনস প্রকল্পের মাধ্যমে ব্রিটিশ কাউন্সিল স্থানীয় তরুনদের নেতৃত্বে দক্ষতা বিকাশে বিগত দশক ধরে কাজ করে আসছে। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় তরুনদের ৫ দিনের দক্ষতা বিকাশের প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। এ প্রশিক্ষনের মাধ্যমে তারা স্থানীয় সমস্যা সমাধানের জন্য স্থানীয় সম্পদ ও স্বেচ্ছাশ্রমকে কিভাবে কাজে লাগাতে পারে সে সর্ম্পকে জ্ঞান লাভ করে। বিগত বছরগুলোতে সরাসরি প্রশিক্ষণ আয়োজিত হলেও এবছর করোনা মহামারীর জন্য অনলাইনে প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রশিক্ষণান্তে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের তরুনরা সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সাঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ শুরু করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *