সমাজের আলো: করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এমন পরিস্থতির মাঝেও বিপুলসংখ্যক ভোটার নির্বাচনে অংশ নিয়ে সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন আমেরিকানরা। প্রেসিডেন্ট নির্বাচনের দিন পার হয়ে গেলেও এখনো জয়ী প্রেসিডেন্টের নাম জানা যায়নি, চলছে ভোট গণনা। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে জো বাইডেনের চেয়ে পিছিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্প সমার্থকদের জন্য আসলো আরও একটি দুঃসংবাদ। মিশিগানে ট্রাম্প শিবিরের করা মামলা খারিজ করে দিয়েছেন স্থানীয় আদালতের এক বিচারক। ভোট গণনা বন্ধের দাবি নিয়ে মামলাটি করেছিলো তারা। স্থানীয় সময় বৃহস্পতিবার ওই আদালতের বিচারক সিনথিয়া স্টিফেনস মামলাটি খারিজ করে দেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে ।
