সমাজের আলো : নিহত হওয়ার মাত্র এক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাশলি ব্যাবিট যুক্তরাষ্ট্রের রাজধানীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সমাবেশ নিয়ে লেখা পোস্ট করেন। তাতে তিনি লেখেন, ‘কেউ আমাদের থামাতে পারবে না। তারা চেষ্টা, চেষ্টা আর চেষ্টাই করতে পারে। কিন্তু ঝড় আসছে। ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে এটি ওয়াশিংটন ডিসিতে আছড়ে পড়তে যাচ্ছে।’ যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে গত বুধবার ট্রাম্পের শত শত সমর্থক যে নজিরবিহীন হামলা চালিয়েছেন ও পুলিশের সঙ্গে দাঙ্গায় জড়িয়েছেন, তাঁদের একজন অ্যাশলি ব্যাবিটও। ওই হামলা ও সহিংসতা চলাকালে যে চারজন প্রাণ হারিয়েছেন, তাঁদেরই একজন তিনি। পরে ক্যাপিটল পুলিশ তাঁর বিস্তারিত পরিচয় বের করে। খবর বিবিসির। অ্যাশলি (৩৫) মার্কিন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা। কুয়েত এবং কাতারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড বাহিনীর সদস্য হিসেবে যোগ দেওয়ার আগে আফগানিস্তান ও ইরাকে দায়িত্ব পালন করেছেন। তাঁর সাবেক স্বামী টিমোথি ম্যাকএনটি মার্কিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *