সমাজের আলো: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেঁচে আছেন এবং ভালো আছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের কিছু আগে তাঁর প্রচারণা ব্যবস্থাপক বিল স্টেপিয়েন এ কথা জানিয়েছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার শেষ রাতে জনসমক্ষে ভোট জালিয়াতির অভিযোগ এনে বক্তৃতা দেওয়ার পর আর ট্রাম্প দেখা দেননি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখন একদম সুতার ওপর ঝুলে আছে। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের জয়ের ব্যাপারে আশাবাদ কিছুটা বেশি। তবে অঙ্কের হিসাবে সম্ভাবনা আছে ট্রাম্পেরও ।
