সমাজের আলো: রাজশাহী গণপূর্ত বিভাগের একজন ইঞ্জিনিয়ার, নিজের লাইনে থেকে যখন পুঠিয়ার ভূমি অফিস তৈরীতে সরবরাহ করা নিন্ম মানের মাল মশলা নিয়ে অভিযোগ করেন তখন ঠিকাদারের লোকেরা এসে রক্তাক্ত করে গেছে! এটাই কি তার প্রাপ্য?ছবিটি যখন তার সন্তান, পরিবার দেখছে সেই অনুভূতিটা কেমন হয়েছে তার জায়গায় একটু ভাবুন তো!অথচ সারোয়ার অালমরা কতশত সাহেদ,পাপিয়া সাবরিনাদের শায়েস্তা করলো তাদের রক্তাত্ব হতে হয়েছে কি? কিছু দিন আগে এরকমই বুয়েটের আরেক ইঞ্জিনিয়ারকে মাত্র কয়েক হাজার টাকা দিয়ে খুনী ভাড়া করে মেরে ফেলা হইসে নিন্ম মানের কাজের কারণে বিল আটকে রাখায়। তিনি ছিলেন বুয়েট পাশ, সততার জন্য সুনাম ছিলো তার।অথচ ওয়াশার প্রধান ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অাওয়ামীলীগ নেতাদের অভিযোগ থাকা সত্ত্বে সে হয়েছে পুরস্কৃত,প্রশংসীত। সেখানে কে চাইবে মৃতুর পথ বেছে নিতে? বরং অসৎ ইঞ্জিনিয়ারদের পথেই বাদ্য হয়ে হাটছে অনেক সৎ কর্মকর্তাগন সেটাই হওয়া উচিত নয় কি?কত শত ডাক্তার করোনায় সেবা দিতে গিয়ে প্রান দিলেন তাদের নাম কেউ জানেন?শুধু জানে সেই পরিবার যে সন্তান এতিম হয়েছে,মা -বাবা সন্তান হারিয়েছে,প্রিয়তমা হারিয়েছে প্রিয়জন, বোন হারিয়েছে ভাই, স্বজন হারিয়েছে তার সেবা পাওয়ার ভরসার মানুষটি তাদের কে কি অামাদের রাষ্ট্র তথা অামরা যথাযথ সম্মান জানাতে পেরেছি? এই করোনার মধ্যেই বহু মানুষকে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া এক বয়স্ক ডাক্তারকে উপর্যুপরি আক্রমণ করে মেরে ফেলা হইসে। সেটার ভিডিওও আছে। বিচার হইসে সেটার?সেখানে ডাঃসাবরিনা গড়ে উঠা অস্বাভাবিক? যার বা যাদের ইন্ধনে সাহেদ,সাবরিনা তাদের কে সবাই জানি,চিনি কিন্তু তারা ধরা ছুঁয়ার বাহিরেই রয়ে গেলো না কি? যে দেশে পেশাদারী দায়িত্ব পালন করতে গিয়ে বর্বর সন্ত্রাসী ঠিকাদার আর রোগীর আত্মীয় নামক একদল পশুদের হাতে প্রাণের ঝুঁকিতে থাকা লাগে, সেখানে জীবন-জীবিকার স্বার্থে দূর্নীতির মত নিরাপদ ছায়ার অাশ্রয় নেয়াটাই কি স্বাভাবিক নয়?অাসুন সোচ্চার হই,সচেতন থাকি। ডাক্তার, ইঞ্জিনিয়ার,শিক্ষক সহ সততার সাথে আপোষহীন সব পেশাদারদের নিরাপত্তা চাই।এবং রাষ্ট্রের দিতে হবে।না হয় এগিয়ে যাবে দূর্নীতিবাজরা।পিছিয়ে যাব অামি,অামরা ও স্বাধীন।
