সমাজের আলো : রাব্বি ও সাইজুর বয়স এখনো ১০ বছর পেরোয়নি। তাদের গায়ে জড়ানো রঙিন শীতের কাপড়ে ধুলার স্তর পড়ে কালচে বর্ণ ধারণ করেছে। দেখেই বোঝা যাচ্ছিল সপ্তাহখানেক গোসল করেনি। গত বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের রাস্তায় বসে খোশগল্পে মশগুল ছিল তারা। প্রতিবেদক কাছে আসতেই হতচকিত হয়ে কথা বন্ধ করলেও হাতে থাকা গাঁজার স্টিক (সিগারেটের ভেতর ঠাসা গাঁজা) লুকাতে পারেনি রাব্বি। হাত বদল করে সেই স্টিক টানছিল সাইজুও। অদূরেই দেখা মিলল কিশোর ফরিদের। সে ধীর গতিতে এলোমেলো পদক্ষেপে হাঁটছে, আর মুঠোয় থাকা পলিথিনের পোঁটলাটি বারবার নাক ও মুখে চেপে ধরে জোরে জোরে শ্বাস টানছে। পোঁটলার ভেতরে হলুদ রঙের জিনিসটি কী, জানতে চাইলে ফরিদের সরল উত্তর- ডান্ডি। (চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘গ্লু-স্নিফিং’ বা ‘গ্লু-গাম শুকা’। ডান্ডি এক ধরনের গ্লু-গাম বা আঠা জাতীয় উদ্বায়ী পদার্থ যা সাধারণ তাপমাত্রায় সহজেই বাষ্পে বা ধূম্রে পরিণত হয়)। কেন, জানেন না পাল্টা প্রশ্ন তার? এটা টানলে কী হয়? এবারও রাখঢাক না রেখেই ফরিদ জানায়, পিনিক! মনে হয় উড়তাছি স্যার। ডান্ডির কত দাম, কোথায় পাওয়া যায় জানতে চাইলে ফরিদ বলে, পুরান ঢাকার বিভিন্ন হার্ডওয়্যার দোকান ও জুতার কারখানা থেইক্যা কিনি। ছোট্ট এক ডিব্বার দাম ৫৫ থেইক্যা ৭০ ট্যাকা। তয় মোড়ামুড়ি করে। দিতে চায় না। ট্যাকা বাড়ায় দিলে আবার ঠিকই দেয়। ফরিদকে ছেড়ে পার্কের ভেতরে একটু এগোতেই চোখে পড়ল হাঁটতে হাঁটতে ডান্ডির পোঁটলা থেকে ৬ বছরের শিশু কাদের ও ১৪ বছরের কিশোরী আসমার ঊর্ধ্ব শ্বাসে স্বাদ গ্রহণের দৃশ্য। এদের মধ্যে কাদের রাখঢাক না রাখলেও সচেতন আসমা অবশ্য ওড়নার নিচে নিয়ে আড়াল করে টানছিল ডান্ডি। বাহাদুর শাহ পার্কে এর পর আধা ঘণ্টা ঘুরে আরও ১২ শিশু-কিশোর-কিশোরীকে ডান্ডি টানতে দেখা গেছে। শুধু এরাই নয়, প্রতিনিয়ত তাদের মতো মরণঘাতী ডান্ডির গ্রাসের শিকার হচ্ছে যুবক এমনকি বৃদ্ধরাও। যাদের প্রায় সবাই থাকেন ফুটপাত, বস্তি ও পার্কে। কেবল পুরান ঢাকাই নয়, রাজধানীর অধিকাংশ থানা এলাকায় তাদের বিচরণ। বিশেষ করে পুরান ঢাকা, কমলাপুর, গুলিস্তান, যাত্রাবাড়ী, তেজগাঁও রেললাইন এলাকা ছাড়াও বিভিন্ন বস্তিতে ভয়াবহ আকার ধারণ করেছে ডান্ডির আগ্রাসন। দিন-রাত নেশায় বুঁদ হয়ে এসব পথশিশু-কিশোররা জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই, ধর্ষণ ছাড়াও বড় বড় অপরাধে। বিষয়টি ভাবনায় ফেলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এমন প্রেক্ষাপটে নেশাগ্রস্ত শিশু-কিশোরদের সুপথে ফিরিয়ে আনতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম পুলিশের রমনা, লালবাগ, ওয়ারী, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনারদের (ডিসি) প্রতি ৮ নির্দেশনা জারি করেছেন। গত ৫ জানুয়ারি ডিএমপি সদরদপ্তর থেকে পাঠানো কমিশনারের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই আদেশ প্রতিপালিত হচ্ছে না অধিকাংশ থানা এলাকায়। ডিএমপি কমিশনার চিঠিতে উল্লেখ করেন, ইদানীং লক্ষ করা যাচ্ছে, রাজধানীর বিভিন্ন জায়গায় এক শ্রেণির শিশু কিশোর; যাদের অধিকাংশই ছিন্নমূল ডান্ডি নামক এক ধরনের নেশায় আসক্ত হয়ে যাচ্ছে এবং দলবদ্ধ হয়ে ডান্ডি গ্রহণ করে আসছে। এভাবে নেশায় আসক্ত হয়ে তারা চুরি, ছিনতাইজাতীয় অপরাধেও জড়িয়ে পড়ছে। এমতাবস্থায় আপনার অধিক্ষেত্র এলাকায় এ জাতীয় নেশায় আসক্ত শিশু কিশোরদের সুপথে ফিরিয়ে আনার জন্য নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। নির্দেশগুলো হলো- নেশাগ্রস্ত শিশু-কিশোরদের ছবিসহ তালিকা প্রস্তুত করা; তাদের নিয়মিত কাউন্সেলিং করা; ক্ষেত্রবিশেষে তাদের আইনের আওতায় নিয়ে আসা; পুনর্বাসনের জন্য সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা; নেশার উৎস বা দ্রব্য (রঙ, আঠা, সলিউশন ইত্যাদি) বিক্রয়কারী ব্যবসায়ী ও প্রতিষ্ঠান চিহ্নিত করা এবং এসব দ্রব্য শিশু-কিশোরদের কাছে বিক্রি না করার নির্দেশনা দেওয়া; এ নির্দেশনা অমান্যকারী ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা; নেশাগ্রস্ত শিশুদের কোনো কাজে নিয়োগ না দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা; সংশ্লিষ্ট বিট অফিসারদের স্ব স্ব বিটে এ ধরনের নেশা গ্রহণ বন্ধ করার জন্য দায়িত্ব দেওয়া এবং ব্যর্থতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

