সমাজের আলো: ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উদযাপন উপলক্ষে “যদিও মানছি দূরত্ব তবুও আছি সংযুক্ত” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে উক্ত ওয়েব সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা সিভিল সার্জন, ডা: মো: হুসাইন সাফায়াত, জেলা প্রশসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, সাতক্ষীরা সদর এবং বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান/প্রতিনিধি জুম প্লাটফর্মে সংযুক্ত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে তরুণ প্রজন্মের হাত ধরেই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। ওয়েব সেমিনার শেষে সাতক্ষীরা জেলা সদরের বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে “ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার ১২ বছর” শীর্ষক প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

