সমাজের আলো : নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের নির্যাতনে শিক্ষানবিস আইনজীবী রেজাউল করিম রেজার (৩০) মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নিহতের পিতা ইউনুস মুন্সি বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। এদিকে রেজার মৃত্যুর ঘটনায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে বরিশালে। আদালতের বিচারক মোঃ আনিছুর রহমান মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মহিউদ্দিন মাহিকে প্রধান এবং তার সঙ্গীয় দুই কনস্টবলকে আসামি করা হয়েছে। এদিকে এসআই মহিউদ্দিনকে প্রশাসনিক কারণে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহবুদ্দিন খান। অপরদিকে, পুলিশের গঠন করা তদন্ত টিমের সদস্যরা রেজাউল করিম রেজার বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। গত ২ জানুয়ারি রাতে রেজাউল করিম রেজা অতিরিক্ত রক্তক্ষরণে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যু পুলিশের নির্যাতনে বলে স্বজন ও এলাকাবাসী দাবি করলেও পুলিশের পক্ষ থেকে অপমৃত্যু মামলা করা হয়। উপায়ন্তুর না পেয়ে নিহত রেজাউলের পিতা তার ছেলে হত্যার বিচার পাওয়ার জন্য আদালতে হত্যা মামলা দায়ের করেন।

