সমাজের আলো: গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে ডিবি পুলিশ । শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার পাঁকা রাস্তার উপর থেকে ১ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করা। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, সাতক্ষীরা কলারোয়া উপজেলার কয়লা গ্রামের মোঃ মিজানুর রহমান এর ছেলে মোঃ মেহেদী হাসান। জেলা গোয়েন্দা পুলিশের আফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন আলম চৌধুরীর জানিয়েছেন,মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুপার এর নির্দেশনায় ও এসআই তন্ময় কুমার দেবনাথ,এএসআই মোঃ নাসির উদ্দিন ,কং-আল মামুন কং-জহির উদ্দিন কে সাথে নিয়ে বিনেরপোতায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১কেজি গাঁজা সহ মোঃ মেহেদী হাসান নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। তার নামে একাধিক মাদকের মামলা ও রয়েছে বলে জানান তিনি। ওই মাদক ব্যবসায়ী কে মাদকের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে ।

