খুলনা প্রতিনিধিঃ- খুলনা: খুলনার ডুমুরিয়ার ভদ্রা নদীতে কুমির আতঙ্কে জেলেরা মাছ ধরা বন্ধ করে দিয়ে অলস সময় পার করছেন। বঙ্গোপসাগরের সঙ্গে ভদ্রা নদীর সংযোগ থাকায় দলছুট হয়ে কয়েকটি কুমির ভদ্রা নদীতে এসে পরপর জেলেদের দুটি নৌকায় আক্রমণ করায় তারা নদীতে মাছ ধরা বন্ধ করে দিয়েছেন।
তাদের দাবি প্রতিনিয়ত নদীতে কুমির ভাসতে থাকে, তাদের নৌকায় কুমির আক্রমণ করতে থাকে। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে কীভাবে নদীতে মাছ ধরবো।
মাছের চেয়ে তাদের কাছে জীবনের মূল্য অনেক বেশি।
এরই মধ্যে স্থানীয় এক যুবকের একটি ছাগল ধরে নিয়ে খেয়ে ফেলেছে কুমির।
খবর পেয়ে শনিবার (১৬ জুলাই) বিকেলে জিয়েলতলা সরেজমিন পরিদর্শন করেছেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
