সমাজর আলোঃ করোনা রির্পোট পজেটিভ  স্বপরিবারে পালিয়ে ব্যাংক কর্মকর্তার সন্ধান মিলেছে।পুলিশ  তাদের বাড়ি লকডাউন করে দিয়েছে।ঢাকা থেকে   পালিয়ে   গ্রামের বাড়িতে চলে এসেছেন মহিব্বুল ইসলাম (৩৮)।  জানাজানি হলে ৩ দিন পর আক্রান্ত ব্যক্তির বাড়িসহ দু’টি বাড়ি লকডাউন করা হয়েছে।কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, উপজেলার নলতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বাহার আলী সরদারের ছেলে মহিব্বুল ইসলাম ঢাকার সাভারে সাউথ এশিয়া ব্যাংকে কর্মরত ছিলেন। গত ২ জুন মহিব্বুল ইসলামের করোনা উপসর্গ দেখা দিলে তিনি ঢাকার স্যার সলিমুল্ল্যাহ মেডিকেলের পিসিআর ল্যাবে করোনা টেস্টের জন্য নমুনা পাঠান। ৩ জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। রাতেই তিনি তার স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে কালিগঞ্জের একটি অ্যাম্বুলেন্সে গোপনে বাড়িতে আসেন। স্থানীয়দের মারফত জানতে পেরে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আক্রান্ত ব্যক্তির বাড়িতে যেয়ে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে তার পজিটিভ রিপোর্ট থাকার বিষয়টি নিশ্চিত হন। পরবর্তীতে রবিবার (৮ জুন) সকালে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশ ও করোনা কুইক রেসপন্স টিমের সদস্যরা আক্রান্ত মহিব্বুল ইসলামের বাড়িসহ দু’টি বাড়ি লকডাউন করে দিয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *