সমাজের আলো।।নিম্ন পরিবারের কলেজ পড়ুয়া মেয়ে জ্যোতি রানী। পারিবারিক অভাব অনটনের সুযোগ নিয়ে একাধিক বার স্বীকার হয়েছিলেন ধর্ষনের। ভারতে পালিয়ে গিয়েও ফিরতে হয়েছিল বাড়িতে। আদালতে একটি ধর্ষনের মামলাও দেন বাবা। এতকিছুর পরও শেষ রক্ষা হয়নি তার। অবশেষে না ফেরার দেশে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, পিটিয়ে হত্যার পর জ্যোতির লাশ ঝুঁলিয়ে দেওয়া হয়েছে। জ্যোতি রানী (২০) সাতক্ষীরার তালা উপজেলার কাঠবুনিয়া গ্রামের সুকুমার মন্ডলের মেয়ে। একই উপজেলার জালালপুর ইউনিয়নের আটঘোরা গ্রামের রাজীব দাশের স্ত্রী। জ্যোতি রানীর বাবা সুকুমার মন্ডল জানান, ৫-৬ মাস আগে তপন চক্রবর্তী জোর করে আমার মেয়েকে রাজীব দাশের সঙ্গে বিয়ে দেয়। তার আগে তপন আমার মেয়েকে ধর্ষন করেছিল। মামলাও করেছিলাম কিন্তু আদালতে আমি একা যায় তপন যায় না। পরে ইউএনও অফিসে আমার পা ধরে মাফ চেয়েছিল তাই মাফ করে দিয়েছিলাম। তিনি বলেন, তপন মেয়ের সাথে সেই আপত্তিকর ছবি ছড়িয়ে দিয়েছিল। পরে মেয়েকে ভারতে পাঠিয়ে দিয়েছিলাম। সেখান থেকে ফিরিয়ে এনেছিলাম আদালতে মামলা করার পর। এরপর তপন জোর করে রাজীব দাশের সঙ্গে জোরপূর্বক বিয়ে দিয়ে দেয় জ্যোতির। এখন আমার মেয়েকে পিটিয়ে মেরে ফেলে লাশ ঘরে ঝুঁলিয়ে দিয়েছে ওর স্বামীর বাড়ির লোকজন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জ্যোতি মারা গেছে বলে আমাকে মোবাইলে জানায়। মৃত্যুর ঘটনার পর ওখানে গিয়েছিল তপনের দুই সহযোগী। এ ঘটনায় জ্যোতি রানীর স্বামী রাজীব দাসের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি। জালালপুর ইউনিয়নের মফিদুল ইসলাম লিটু বলেন, জ্যোতি নামের এক গৃহবধু আত্নহত্যা করেছে বলে শুনেছি। সারাদিন বাইরে থাকায় বিস্তারিত জানা নেই। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, বেলা ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে স্বামী-স্ত্রী ও মা-বাবার সঙ্গে মান অভিমান থাকতে পারে। পিটিয়ে হত্যা করা হয়েছে কিনা সেটি ময়না তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে।

