সমাজের আলো নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিন ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে। বুধবার দিনগত রাত একটার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার পাগলা খেয়াঘাট এলাকায় ওই ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নুরুল ইসলামের ছেলে আল আমিন (২১), মহিবুল্লাহর ছেলে মোহাম্মদ হিমেল (২০), মৃত সেলিম মিয়ার ছেলে মোস্তাক আহম্মেদ (২২), আব্দুল আউয়াল হাওলাদারের ছেলে মাসুম মিয়া (২০) এবং আব্দুর রহিমের ছেলে রবিন (২১)।
