সমাজের আলোঃ প্রতিবেশী বিভিন্ন দেশ এবং অন্যান্য দেশকে হুমকি দেওয়ার পর এবার তাইওয়ানকে (Taiwan) হুঁশিয়ারি বার্তা দিল চীন (China)। কড়া ভাষায় এই প্রতিবেশি দেশকে জানাল, যদি স্বতন্ত্রতা হওয়ার থেকে কোন বিকল্প পথ তাইওয়ান খুঁজে না পায়, তাহলে চীন তাঁদের উপর হামলা চালাবে।
চীনের হুমকির পাল্টা জবাব দিয়ে তাইওয়ান সরকার জানায়, এইভাবে যুদ্ধের হুমকি দেওয়া, অন্তরাষ্ট্রীয় আইনকে উলঙ্ঘন করে।

