সমাজের আলো : তারালী-কালিগঞ্জ সড়কের প্রায় সব কয়টি কালভার্ট ভেঙে রাস্তার মাঝখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। চলাচল করতে গিয়ে এসব গর্তে পড়ে ঘটছে দুর্ঘটনা। তাই দুঘর্টনা এড়াতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় যুবকেরা ব্যক্তিগত উদ্যোগে এসব গর্তে গাছের ডালপালা দিয়ে দূর থেকে দৃশ্যমান করে তুলছে। যেন দূর থেকেই বোঝা যায় সামনে বড় গর্ত রয়েছে। জানা গেছে, তারালী-কালিগঞ্জ সড়কের আমিয়ান প্রাথমিক বিদ্যালয়, বাথুয়াডাংগা স্কুল ও তারালী ফুটবল মাঠের সামনে রাস্তার মাঝখানে কালভার্ট ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া আমিয়ান স্কুলের সামনের কিছু অংশ ও আমিয়ান মাছের ফ্যাক্টরির অদূরে রাস্তা ভেঙে পড়েছে। ব্যস্ততম এই রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত সব ধরনের ভারী যানবাহন চলাচল করছে। ভাঙা কালভার্টের কয়েকটিতে ইট ও বালু দিয়ে ভরাট করা হলেও এলাকাবাসীর চলাচলে অসুবিধা হচ্ছে এবং দুর্ঘটনার আশংকা থেকেই যাচ্ছে। এলাকাবাসীর দাবি কালভার্ট ও রাস্তা মেরামতে দ্রুত উদ্যোগ নেওয়া হোক।
