সমাজের আলো : প্রেমের সর্ম্পক করে প্রেমিকের কাছ হতে বিভিন্ন প্রকারের উপঢৌকন গ্রহণ শেষে প্রেমিককে অস্বীকার ও মারপিট করায় ক্ষোভে আত্মহত্যার চেষ্টা করেছেন প্রেমিক। ঘটনাটি ঘটেছে তালা উপজেলার ভায়ড়া গ্রামের কারিগরপাড়ায়।ঘটনার বিবরণে জানা যায়, তালা উপজেলার ভায়ড়া গ্রামের কারিগরপাড়া এলাকায় কালাম বিশ^াসের বাড়িতে তার ভাগ্নে মহাসিন বিশ^াস ছোট বেলা হতে বসবাস করতো। বসবাসের সূত্র ধরে একই গ্রামের মেয়ে (১৬) এর সাথে প্রেমজ সর্ম্পক গড়ে ওঠে। দীর্ঘ তিন বছরের এই প্রেমজ সর্ম্পকে মহাসিন তার প্রেমিকাকে একটি সোনার আংটি ও পায়ের নুপুরসহ বিভিন্ন সময় অর্থ এবং গিফট প্রদান করে আসছিল। সম্প্রতি তাদের মধ্য বনিবনায় ঘাটতি দেখা দিলে বিগড়ে বসেন প্রেমিকা। প্রেমিকার এই বিগড়ে বসাকে কোনভাবে সহ্য করতে পারছিলেন না প্রেমিক মহাসিন (২০)। এরমধ্য প্রেমিকা তার পরিবারের সদস্য বাবা, মা ও ভাইকে মহাসিনের বিষয় অবগত করেন। তাতেই বাঁধে বিপত্তি!
গত রবিবার (৮ জানুয়ারি) প্রেমিকার ভাই ও পিতা একত্রিত হয়ে রাস্তার মাঝে মহাসিনকে বেধড়ক মারপিট করে। উক্ত সময় মহাসিনের বন্ধু ঠেকাতে আসলে তাকেও মারপিট করে। মারপিট করার ক্ষোভে পরদিন সোমবার মহাসিন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে এলাকাবাসীর সহায়তায় তালা হাসপাতালে ভর্তি করা হয়। এখনো মহাসিন চিকিৎসাধীন রয়েছে।
মহাসিনের মামা কালাম বিশ^াস বলেন, আমার ভাগ্নের সাথে মেয়েটির সর্ম্পক প্রায় ৩-৪ বছরের। আমার ভাগ্নেকে মেয়েটি ভালোবাসে সেটি এলাকাবাসী সবাই জানেন। প্রেমিক মহাসিন বলেন, আমি মেয়েটিকে প্রায় ৩ বছর যাবত ভালোবাসি। সেও আমাকে ভালবাসে। মেয়েটি আমার কাছ থেকে ৩-৪ লক্ষাধিক টাকা নিয়েছে। তাকে আমি একটি সোনার আংটি ও পায়ের নুপুর ক্রয় করে দিয়েছি। সম্প্রতি আমার আম্মা অসুস্থ্য থাকায় উপার্জিত কিছু টাকা বাড়িতে দেওয়া শুরু করলে সে বাধা প্রদান করতে থাকে। এজন্য তার পিতা ও ভাই আমাকে বিনা কারণে বেধড়ক মারপিট করেছে। মারপিট করায় আমি আতœহত্যার চেষ্টা করেছি।
এলাকাবাসী আরও বলেন, দীর্ঘ ৩-৪ বছর সর্ম্পক করার পরে এস মাহসিনকে এমন নির্দয় ভাবে মারপিট করার কারন আমাদের কাছে রহস্য ঘেরা মনে হচ্ছে। আমরা এমন মারপিট করার প্রতিবাদ ও মহাসিনের সাথে থাকার প্রতিশ্রæতি ব্যক্তি করছি। তবে এ ব্যাপারে মেয়ের পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।

