সমাজের আলো ঃ তালায় ওয়াজ মাহফিলের নামে জামায়াত-শিবিরের সাংগঠনিক সম্মেলন অবশেষে বন্ধ ঘোষনা করা হয়েছে। মাহফিলের আয়োজন শুরুর পর জামায়াত-শিবিরের উপস্থিতি জানান দিতে নানাবিধ তৎপরতা শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা। আ.লীগে ভীড়ে পড়া গুটি কয়েক সরকারি দলের নেতাদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের কর্মকাÐে সহায়তার অভিযোগ উঠে।
শিবির নেতাকর্মীসহ কতিপয় তরুণদের নিয়ে গড়ে তোলা সংগঠণ তালা আদর্শ যুব সংঘ নামের একটি সংগঠণ তালা ফুটবল খেলার মাঠে আগামী ৪ মার্চ আয়োজন করে ওয়াজ মাহফিলের নামে জামায়াত-শিবির সম্মেলনের। সেখানে বক্তা নির্ধারণ করা হয় কেন্দ্রীয় দুই জামায়াত নেতাকে। জামায়াত-শিবির নেতাদের অর্থায়ন ও ফাÐ গঠণে চলছিল বাস্তবায়ন কার্যক্রম।
কার্যক্রম শুরুর পরই জামায়াত-শিবিরের উপস্থিতি জানান দিতে সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের পাশে গত বুধবার (২৩ ফেব্রæয়ারি) সকালে তালতলা এলাকায় সরকারের ঘোষিত মদের লাইসেন্স প্রদান সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিল সমাবেশ শেষে জামায়াত নেতা জাহিদুর রহমান বলেন, পরবর্তীতে বড় ধরণের কার্যক্রমের পরিকল্পনা রয়েছে তখন সাংবাদিকদের জানানো হবে।
এদিকে, মাহফিলের নামে জামায়াত-শিবিরের তৎপরতা বৃদ্ধি, মাহফিলের নামে চাঁদা তুলে ইতিপূর্বে ১২-১৪ লাখ টাকা আতœসাত, শিবির থেকে আ.লীগে ভিড়ে আসা নেতাদের পৃষ্ঠপোষকতা, তালা উপজেলা আ.লীগের সাংগঠণিক সম্পাদক মীর জাকির হোসেন মাহফিল কমিটির সভাপতি থাকলেও পোষ্টারে দলীয় পরিচয় গোপন করা, তালা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক ওসির উপর হামলা মামলাসহ কয়েকটি নাশকতা মামলার আসামী হাসানুজ্জামান হাসানের মিনিষ্টার মাইওয়ান শোরুমকে সৈজন্যে ও অর্থায়নে শিবির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রমে তৎপরতা বৃদ্ধিসহ নানা অভিযোগ উঠে। এসব ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি দৃষ্টিতে আসে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সরকারী দলের প্রকৃত নেতাদের।
অবশেষে মাহফিল বস্তবায়ন কমিটির পক্ষ থেকে রোববার (২৭ ফেব্রæয়ারি) এক প্রেস বিবৃতির মাধ্যমে মাহফিল স্থগিত ঘোষনা করা হয়। সেখানে বলা হয়েছে, অনিবার্য কারণ বশত মাহফিলটি স্থগিত করা হলো। প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন তালা আদর্শ যুব সংঘের সভাপতি শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জিএম ইমদাদুল হক পলাশ ও মাহফিল কমিটির সভাপতি উপজেলা আ.লীগের সাংগঠণিক সম্পাদক মীর জাকির হোসেন। তবে প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় পদবী ব্যবহার করা হয়নি এই আ.লীগ নেতার।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিয়াদ ফকরুল আলম খান জানান, মাহফিলকে ঘিরে জামায়াত-শিবিরের সাংগঠণিক তৎপরতা ও সম্মেলনের বিষয়টি অবহিত হওয়ার পর এটি নিয়ে তদন্ত শুরু করেছি। তদন্ত শুরু করার পর মাহফিলটি তারা বন্ধ করে দিয়েছে বলে শুনেছি। এখনো কোন কাগজপত্র আমরা পাইনি, তবে তদন্ত কার্যক্রম চলছে।
তালা উপজেলা আ.লীগের সভাপতি নুরুল ইসলাম বলেন, জামায়াত-শিবিরের অর্থায়নের মাহফিলের নামে জামায়াতের সাংগঠণিক সম্মেলন করতে তৎপরতা চলছিল। এটি জামায়াতের তহবিল গঠণের স্বার্থে একত্রিত হয়ে একটি করছিল। একারণে আমরা এর প্রতিবাদ জানিয়েছি, প্রশাসন এটি বন্ধ করে দিয়েছে।
সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম বলেন, আমার কাছেও এমন তথ্য এসেছিল। তালার মাহফিলের লিফলেটে মিনিস্টার গ্রæপের নাম দেওয়া ছিল। যে জামায়াত-শিবিরের একজন পৃষ্ঠপোষক হয়ে এই অঞ্চলে কাজ করে। আর্থিক সহায়তা দিয়ে দলকে সুসংগঠিত করে। শুধু তালাতে নয় জেলার বিভিন্নস্থানে টাকা দিয়ে দলকে সুসংগঠিত করার দায়িত্ব পালন করছে সে। এছাড়া বক্তা দুইজনকে ঠিক করা হয়েছিল যারা সরকার বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। মানুষকে বিভ্রান্ত করে পরিবেশ অশান্ত করে তোলেন। এসব বিষয়গুলো সত্য হওয়ায় মাহফিলটি বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছিল।
তিনি বলেন, রাষ্ট্রদ্রোহী ও সরকারি বিরোধী কার্যক্রম করার পরিকল্পনা সত্য হওয়ায় এটি বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে বুঝতে হবে, অলিগলিতে মাহফিল হচ্ছে তবে সেখানে কোন পদক্ষেপ কেউ নিচ্ছে না। তবে যারা সরকার বিরোধী বা রাষ্ট্রবিরোধী কার্যক্রমে লিপ্ত হলে সেখানে ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা জেলা আ.লীগের সহ সভাপতি আবু আহমেদ জানান, ধর্মের নামে যারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষকে বিপদগামী করা জামায়াত-শিবিরের কাজ। মাহফিলের নাম ব্যবহার করে তালায় জামায়াত-শিবির সম্মেলনের আয়োজন চলছিল। দ্রæত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এর সঙ্গে জড়িত হবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

