সমাজের আলো : ভূমিদস্যুরা অপরাধ জগতের সদস্য। তাদের অপকর্ম অব্যাহত রাখতে তারা এখন আওয়ামীলীগের সাথে। এ দল ক্ষমতায় না থাকলে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে থাকবে এরা তাহলে তালাবাসি যাবে কৈ? বর্তমান সাংসদ ও জনক্ষতিকর কর্মকান্ডের সাথে জড়িত কতিপয় এন,জি ও দের ছত্র ছায়ায় ভূমিদস্যুদের আস্হানা রুখবে কে?

সাংবাদিকদের সাথে সাক্ষাৎ কালে এমনটাই দাবি করেছেন জমির মালিক ও আদালতে চলমান মামলার বাদী লিয়াকত আলী শেখ দিং। জানা যায়, জেলা সাতক্ষীরা, থানা তালা, মৌজা- তালা এস এ খতিয়ান নাম্বার- ১৪৩ বুজরাত খতিয়ান নং ২০৬৫, ডি পি খতিয়ান নং- ৩৫, এস এ দাগ নং ২৭৭ বি এস দাগ নং- ২১৫০ , জমির পরিমাণ ২.৯৩৭৫ একর জমি পারিবারিক আপোষ বন্টনের মাধ্যমে উক্ত সমাপ্তিতে ৭০ বছরের উদ্ধে’ দখলে রয়েছে। ১৯৯০ সালে মাঠ জরিপে এজমালি সূত্রে শরিক গন তালা মোবারকপুর ও হরিচন্দ্রকাটি মৌজায় নালিশি জমির পরিবর্তে হাবিল শেখ ও কাদের শেখ এর ওয়রিশ গন এর নামে রেকর্ড করে নেয়। এবং তাহার প্রিন্ট পর্চা বের হয়েগেছে।
তালা মৌজার নালিশি জমি অভিযোগকারীর পিতা মৃত আকিমুদ্দীন শেখের নামে একক ভাবে রেকর্ড হওয়ার কথা থাকলেও ষড়যন্ত্রের মাধ্যমে এস এ রেকর্ড অনুযায়ী শরিক গনের নামে মাঠ পর্চা তৈরী হয়। কিন্তু মাঠজরিপের আমিন মাঠপর্চার ৯ এর কলমে আবুল কাশেম শেখ গং দের নামে অত্র খতিয়ানে দখল নাই মর্মে রেকর্ড প্রস্তুত হয়।জরিপের ৩০ ধারায় লিয়াকত আলী পিতার একক নামে রেকর্ড প্রস্তুত এর জন্য আপত্তি দাখিল করেন। অপরদিকে বে দখলীয় নিঃস্ব বান আবুল কাশেম গংদের নিকট থেকে ভূমিদস্যু গোলজার গংরা ১৫ শতক জমির জাল- জালি কাগজপত্র সৃষ্টি করে উক্ত জমি রেজিঃ করে ৩০ ধারায় একটি আপত্তি মামলা দায়ের করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *