সমাজের আলো :তিন দিন আগে ছোট ভাইকে বড় ভাই কুপিয়ে হত্যা করে বড় ভাই ।এক খন্ড জমির জন্য এ ঘটনা ঘটে।এ ঘটনার তিন দিন পর ছোট ভাই হত্যা মামলার প্রধান আসামি বড় ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ আজ ভোরে । পুলিশ জানান, ৭ মার্চ রাতে সাতক্ষীরার তালা উপজেলার জগনন্দকাঠি গ্রামে বড় শাহাজাহান আলি ছোট ভাই মন্তাজকে কুপিয়ে হত্যা করে ।এক খন্ড জমি নিয়ে এ হত্যার ঘটনা ঘটে।এ ঘটনায় শাহাজাহান আলিকে প্রধান আসামি করে পাটকেলঘাটা থানায় একটি হত্যা মামলা হয়। এ ঘটনার তিনদিন পর আজ ভোরে কলারোয়া উপজেলার খোরদো বাটরা এলাকার একটি বাগান থেকে বড় শাহাজাহান আলির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কলারোয়া থানার পুলিশ । কলারোয়া থানার ওসি মীর খাইরুল কবির জানান,ঝুলন্ত অবস্থায় শাহাজাহান আলি, লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারন কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ময়না তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচেছ না ।

