সমাজের আলো :- জাম গাছ থেকে পড়ে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃ-ত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ দুপুর ১২ টার দিকে সাতক্ষীরা জেলার তালা উপজেলার বারুইহাটি গ্রামে।
নিহত কলেজ ছাত্রের নাম শোয়েব গাজি ১৮। সে সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের হাজরা কাটিগ্রামের ইছারা আলীর ছেলে।
নিহত শোয়েব সাতক্ষীরা জেলার তালা উপজেলার টেকনিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
নিয়াতের পারিবারিক সূত্রে জানা গেছে শোয়েব সকাল বেলা প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হন । বাড়ি ফেরার পথে রাস্তার পাশে একটি জাম গাছ দেখে জাম খাওয়ার জন্য ওই গাছে ওঠে। অসাবধানবশত গাছ থেকে নিচে পড়ে যায়। এরপর পরপরই তার মৃত্যু হয়।
কলেজ ছাত্রের মৃত্যুর বিষয়টি তালা থানার ওসি মমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।
